নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে সজিব হত্যা মামলায় ২ আসামীর যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে সজিব হত্যা মামলায় ২ আসামীর যাবজ্জীবন 

নারায়ণগঞ্জের বন্দরে সজিব ওরফে শরীফ (১৫) নামে এক কিশোরকে হত্যার দায়ে দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একবছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- ফতুল্লার তল্লা খানপুর এলাকার খোকন মিয়ার ছেলে রনি ও বন্দরের সোনাকান্দা পানির ট্যাঙ্কি আজিজুল ইসলামের ছেলে মামুন।

 

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জর অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরার আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।


নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আবদুর রশিদ জানান, ২০০৫ সালে ১ মার্চ সন্ধ্যার পর বন্দরের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে বাইরে যায় সজিব ওরফে শরীফ। পরদিন পুলিশ বন্দরের মাহমুদপুর এলাকার বাংলা সিমেন্ট কারখানার পরিত্যক্ত পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা শহীদুল্লাহ চারজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেন।

১৫-০৯-২০২৪

সম্পর্কিত বিষয়: