নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গোগনগর ইউনিয়ন বিএনপির অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আনোয়ার প্রধানের চেম্বারে এই শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠিত হয়।
এ সময় অ্যাডভোকেট আনোয়ার প্রধান উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে যে কোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন। গোগনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আনোয়ার প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের দাবি জানান।
শুভেচ্ছা বিনিময়কালে আরো উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ সিকদার, সদস্য মোঃ সাগর ও নূর হোসেন।