![আইনজীবীদের মাঝে নারায়ণগঞ্জ বারের নবনির্বাচিত কমিটির মিষ্টি বিতরণ আইনজীবীদের মাঝে নারায়ণগঞ্জ বারের নবনির্বাচিত কমিটির মিষ্টি বিতরণ](https://www.narayanganjtimes.com/media/imgAll/2021May/মহসীন-রনি-প্যানেল-নারায়ণগঞ্জ-বার-2401311619.jpg)
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন (২০২৪ - ২৫) সালের নবনির্বাচিত সভাপতি সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনির নেতৃত্বে আদালতপাড়ায় আইনজীবীদের মাঝে মিষ্টি বিতরণ করেছে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আইনজীবী সমিতির ভবন ও আদালত পাড়ায় উপস্থিত সকল সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের মাঝে বিতরণ করেন এবং একে অন্যকে মিষ্টি খাইয়ে দিয়ে বিজয়ী আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি এড. মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনি, যুগ্ম সম্পাদক এড. আবুল বাশার রুবেল, কোষাধক্ষ্য এড. সাজ্জাদুল হক সুমন, আপ্যায়ণ সম্পাদক এড. মানজুদুল রশিদ রিফাত লাইব্রেরী সম্পাদক এড. নুসরাত জাহান তানিয়া, ক্রীড়া সম্পাদক এড. আলী আকবর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান, সমাজ সেবা সম্পাদক এড. আসাদুল্লাহ সাগর ও আইন ও মানবাধিকার সম্পাদক এড. নারায়ণ চন্দ্র সাহা, কার্যকরী সদস্য এড. বেনজির মাহমুদ, এড. তানিয়া খাতুন, এড. মিজানুর রহমান, এড. ফয়সাল, এড. মাহবুবুর হক ফোরকান।
এছাড়াও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সিনিয়র ও জুনিয়র আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন (২০২৪-২০২৫) সালে সভাপতি পদে সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক পদে এড. রবিউল আমীন রনির নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলের ১৭টি পদেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সমর্থিত প্যানেল।