প্রতিজ্ঞাবদ্ধ রাজনীতিবিদ' বিচারকদের পদত্যাগের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সোমবার (২১ আগষ্ট) দুপুরে আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিক্ষোভ মিছিলটি আদালত চত্ত্বর প্রদক্ষিণ করে পূনরায় সমিতির ভবনের সামনে গিয়ে সমাপ্ত হয়।
এসময়ে বিক্ষোভ মিছিল থেকে বিএনপিপন্থী আইনজীবীরা 'প্রতিজ্ঞাবদ্ধ রাজনীতিবিদ' বিচারকদের পদত্যাগের দাবিসহ নানান শ্লোগানে দেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আইনাঙ্গনের পবিত্রতা রক্ষায় বিচারকদের নিরপেক্ষ থাকা জরুরি কিন্তু দেশের সর্বোচ্চ বিচারালয়ের বিচারকরা যদি দলীয় বক্তব্য দেন তবে তা দেশের আইন ও সংবিধান পরিপন্থি হয়ে যায়।
বিচারকরা কখনো কোনো দলের আজ্ঞাবহ হতে পারেনা। আমরা বিচারকদের প্রতি আহবান জানাবো আপনারা নিরপেক্ষ থাকুন। আর যদি তা না পারেন তবে পদত্যাগ করুন। সেইসাথে দাবি আদায়ে দুর্বার আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি জানান তারা।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকিরের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু,আইনজীবী ফোরামের সিনিয়র সহ- সভাপতি এড.আজিজুল হক হান্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, সিনিয়র আইনজীবী এড.বেনজীর আহমেদ, এড.সৈয়দ মশিউর রহমান শাহিন, এড. রকিবুল হাসান শিমুল, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. একেএম ওমর ফারুক নয়ন, সিনিয়র আইনজীবী এড.কাজী আব্দুর গাফফার,এড.মানিক মিয়া, এড.সিমা সিদ্দিকী, এড.আজিজুর রহমান মোল্লা, এড.একেএম মাহমুদুল হক আলমগীর,এড. নজরুল ইসলাম মাসুম,এড.সিদ্দিকুর রহমান,এড. হৃদয়, এড.এসএম সায়েম রানা,এড. সালাউদ্দীন ভুঁইয়া সবুজ,এড.ফজলুর রহমান ফাহিম,এড. সুমন মিয়া, এড. কাজী রাশিদা আক্তার, এড.আসমা হেলেন বিথি, এড. মাসুদা বেগম শম্পা, এড. হামিদা খাতুন লিজা, এড. শামসুর নূর বাঁধন,এড. মামুন মাহামুদ মিয়া, এড. শাহআলম শামীম, এড.জামান মিয়া, এড. ফাতেমা মাসুদ, এড.কাজী সুমন, এড.আবুল কালাম আজাদ, এড.আবু রায়হান, এড. আশরাফুল বারী ভুঁইয়াসহ বিএনপিপন্থী আইনজীবীবৃন্দ।