নতুন গানের ভিডিও “আহারে মন” এ্যালবাম নিয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হচ্ছেন নারায়ণগঞ্জের মেয়ে সংগীত শিল্পী আফরিন টুকটুক। নতুন এই গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মশিউর রহমান জহির।
সংগীত পরিচালক সজীব দাসের পরিচালনায় এবং এ বাবুল এর ভিডিও নির্দেশনায় সম্প্রতি ঢাকার কাছে মনোরম পরিবেশে পুর্বাচলে গানটির ভিডিও সুট শেষ হয়েছে।
গানটি খুব শীগ্রই বাংলাদেশের বড় কোন মিউজিক ইন্ডাস্ট্রির ব্যানারে প্রকাশ পাবে বলে জানিয়েছেন কন্ঠশিল্পী আফরিন টুকটুক। গানটিতে মডেল হিসেবেও থাকছেন তিনি নিজেই।
আফরিন টুকটুক ছোট বেলা থেকে গানের প্রতি ভালোবাসা থেকেই সংগীতের অনেক পথ পাড়ি দিয়েছেন। শ্রোতাদের মন জয় করে যারা শিল্পী হিসেবে সমাদৃত হয়েছেন তাদের মধ্যে টুকটুক অন্যতম।