আগামী ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে বন্দরে ৯টি ওয়ার্ডের ৫৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বন্দরে ৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে ২৮টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করেছে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা।
বন্দর বাসীকে অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বন্দর থানা পুলিশ প্রশাসন পক্ষ থেকে ঝুকিপূর্ন ভোটকেন্দ্রে গুলোতে ভোটারদের নিরাপত্তাসহ বারতি নজরধারী বারানো হবে বলে জানিয়েছে।
ঝুঁকিপূর্ন ভোট কেন্দ্র গুলো হলো মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্দরের ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (মদনগঞ্জ কেন্দ্র ১), মদনগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় (মদনগঞ্জ কেন্দ্র-২), কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (লক্ষার চর ভোট কেন্দ্র) ও শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২০ নং ওয়ার্ডের বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা ভোট কেন্দ্র), সোনাকান্দা উচ্চ বিদ্যালয় (পুরুষ ও মহিলা ভোট কেন্দ্র),সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ ও মহিলা ভোট কেন্দ্র), ফরাজিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ ও মহিলা ভোট কেন্দ্র)।
২১ নং ওয়ার্ডে সালেহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাকান্দা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২২ নং ওয়ার্ডের বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় (এস,এস শাহ রোড কেন্দ্র নং-১ পুরুষ ভোট কেন্দ্র), বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় (এস,এস শাহ রোড কেন্দ্র নং-১ মহিলা ভোট কেন্দ্র), বন্দর গালর্স স্কুল এন্ড কলেজ (১৮২ নং এস,এস শাহ রোড কেন্দ্র নং-১ পুরুষ ভোট কেন্দ্র) বন্দর গালর্স স্কুল এন্ড কলেজ (১৮২ নং এস,এস শাহ রোড কেন্দ্র নং-২ মহিলা ভোট কেন্দ্র)।
বন্দর শিশুবাগ বিদ্যালয় (এইচ,এম, সেন রোড পুরুষ ও মহিলা ভোট কেন্দ্র), বন্দর বালিকা জামাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (এইচ,এম সেন রোড পুরুষ ও মহিলা ভোট কেন্দ্র), ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়, হাজী সিরাজ উদ্দিন, একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বন্দর উইলসন রোড একরামপুর পুরুষ ভোট কেন্দ্র), (বন্দর উইলসন রোড একরামপুর মহিলা ভোট কেন্দ্র),।
২৪ নং ওয়ার্ডে নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নোয়াদ্দা খাইতাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৫ নং ওয়ার্ডের লক্ষনখোলা বালিকা উচ্চ বিদ্যালয় (পুরুষ ও মহিলা ভোট কেন্দ্র), দক্ষিন লক্ষন খোলা সরকারি প্রাথমিক (পুরুষ ও মহিলা ভোট কেন্দ্র), উত্তর লক্ষনখোলা সরকারি প্রাথমিক (পুরুষ ও মহিলা ভোট কেন্দ্র)।
২৭ নং ওয়ার্ডে ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়, চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।