নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১২ ফেব্রুয়ারি ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নারায়ণগঞ্জের ৫টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর তালিকা কেন্দ্রে

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২০, ১১ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের ৫টি আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর তালিকা কেন্দ্রে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে ভোটের মাঠে লড়তে সম্ভাব্য প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠিয়েছে বাংলাদেশ জামায়তে ইসলামী নারায়ণগঞ্জ। কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে সবুজ সংকেত এলে এই প্রার্থীরাই ভোটের মাঠে লড়বেন।

নারায়ণগঞ্জে জামায়াতের ফেসবুক পেজে এক পোস্টে নারায়ণগঞ্জের ৫টি আসনে স্থানীয় পর্যায়ে জামায়াতের চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।

প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সম্ভাব্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভুঁইয়া।

প্রকাশিত তালিকা অনুযায়ী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচন করবেন ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে লড়বেন অধ্যাপক ইলিয়াস মোল্লা। তিনি দুপ্তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নির্বাচন করবেন ড. ইকবাল হোসাইন ভুঁইয়া।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচন করবেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার। তিনি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নির্বাচন করবেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগর ও জেলার সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন বলেন, প্রয়োজনীয় সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন, সেটুকু সময় বর্তমান সরকারকে দিয়েই আমরা নির্বাচন চাচ্ছি।

নূন্যতম সংস্কার, যেটা না হলেই নয়, সেটা বাস্তবায়ন করেই নির্বাচন চাই আমরা। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই আমাদের নির্বাচনের প্রস্তুতি চলছে।