নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪

হাবিব-রানু লড়াই, ফ্যাক্টর পাপ্পা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩১, ২০ মে ২০২৪

হাবিব-রানু লড়াই, ফ্যাক্টর পাপ্পা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের ভোটগ্রহণ মঙ্গলবার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরীতহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইতমধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে সকল প্রকার সরঞ্জাম পৌছে গেছে কেন্দ্রে কেন্দ্রে। শুধু ব্যালট পেপার পৌছাবে ভোটগ্রহনের দিন সকালে। দুটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৬০৭। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫১ জন, মহিলা ১ লাখ ৯০ হাজার ৫৫৪ জন। ভোট কেন্দ্র ১৪২, ভোট কক্ষ ১ হাজার ১১টি। প্রিসাইডিং অফিসার ১৪২। সহকারী প্রিসাইডিং অফিসার ১ হাজার ১১ জন। পোলিং অফিসার ২ হাজার ২২ জন।


নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, রূপগঞ্জ আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান (দোয়াত কলম) ও আওয়ামীলীগ নেতা আবু হোসেন রানু (আনারস)। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে যুব মহিলালীগ নেত্রী ফেরদৌসী আক্তার রিয়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।


এদিকে দুই চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে ভোটের মাঠে চরম উত্তেনা রয়েছে। হাবিবুর রহমান হাবিববে সমর্থন দিয়ে প্রকাশ্যেই মাঠে নেমেছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের ছেলে পাপ্পা গাজী। হাবিরের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন তিনি। অন্যদিকে ক্যাসিনোকান্ডের হোতা সেলিম প্রধান সমর্থন দিয়েছেন আবু হোসেন রানুকে। ফলে দুই প্রার্থী ও তাদের সমর্থনকারীদের ইমেজ ভোটারদের কাছে আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে। তাছাড়া পাপ্পা গাজীর সমর্থন মানে এমপির সমর্থন এটা ধরে নিয়েছে রূপগঞ্জবাসী। ফলে ভোটের মাঠে পাপ্পা গাজী ফ্যাক্টর বলে মনে করছেন সচেতন মহল। তাছাড়া উন্নয়নে যিনি বেশি ভুমিকা রাখবেন বলে ভোটারদের কাছে মনে হবে তাকেই তারা ভোট দিবেন। এমন কথাই চালু আছে ভোটের মাঠে। তবে সব কিছুর উত্তর মিলবে মঙ্গলবার বিকাল ৪টার পর। 
 

সম্পর্কিত বিষয়: