নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদের ভোটগ্রহণ মঙ্গলবার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরীতহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইতমধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে সকল প্রকার সরঞ্জাম পৌছে গেছে কেন্দ্রে কেন্দ্রে।
শুধু ব্যালট পেপার পৌছাবে ভোটগ্রহনের দিন সকালে। দুটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ২২জন ও মহিলা ভোটার ১ লাখ ৬৪ হাজার ৪৬২ জন। ভোট কেন্দ্র ১৩৯, ভোট কক্ষ ৯১৯টি। প্রিসাইডিং অফিসার ১৩৯। সহকারী প্রিসাইডিং অফিসার ৯১৯। পোলিং অফিসার ১ হাজার ৮৩৮ জন।
এই আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া (দোয়াত কলম), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন (ঘোড়া) নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদে আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলালীগের নেত্রী সাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে চেয়ারম্যান পদে মাঠে তিনজন প্রার্থী থাকলেও মুল প্রতিদ্বন্দ্বিতা হবে শাহজালাল মিয়া (দোয়াত-কলম) ও সাইফুল ইসলাম স্বপন (ঘোড়া) এর মধ্যে। এরমধ্যে স্বপনের পক্ষে মাঠে নানাভাবে সক্রীয় রয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু।
অন্যদিকে এন্ট্রি বাবু গ্রুপ পুরোটাই রয়েছে শাহজালাল মিয়ার পক্ষে। ফলে এই নির্বাচন ঘিরে দুইভাগে প্রকাশ্যেই বিভক্ত হয়ে পড়েছে আড়াইহাজার আওয়ামীলীগ।
ওদিকে সাইফুল ইসলাম স্বপনের বিজয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর পেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাকে বিজয়ী করতে সব ধরণে কলা কৌশল ইতমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ শাহাজালাল সমর্থকদের। তারা বলছেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট হলে শাহাজালাল মিয়া বিপুল ভোটে বিজয়ী হবে। কিন্তু সাইফুল ইসলাম স্বপন ভোটারদের উপর আস্থা না রেখে এমপির উপর আস্থা রেখেছেন। তিনি জানেন, ভোটে তিনি বিজয়ী হতে পারবেন না।
তবে এমপি বাবুর সমর্থকরা বলছেন, শান্তিপূর্ণভাবে ভোট হবে। এবং ভোটে ঘোড়া মার্কা বিজয়ী হবে।যদিও প্রতীক পাওয়ার পর থেকে দুই প্রার্থীর প্রচার-প্রচারণায় মুখরিত ছিল পুরো উপজেলা। নানা প্রতিশ্রুতির বাণী নিয়ে দুই প্রার্থীই ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন। ব্যাপকভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে এখানে। আচরণ বিধি ও নির্বাচনী পরিবেশ নিয়ে কয়েকবারই রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন শাহজালাল মিয়া। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দৃশ্যমান। ভোটের দিন এটা কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করছেন আইনশৃংখলাবাহিনীর তৎপরতার উপর, এমনটা বলেছেন সাধারণ ভোটাররা। তাদের দাবী তারা যেন নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার নিরাপতে বাড়ি ফিরতে পারেন। তবে রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) জানিয়েছেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।