নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে নৌকা দ্বিখণ্ডিত, সহজ হয়েছে তৃণমূল বিএনপির জয়ের পথ: তৈমুর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৫৬, ১ জানুয়ারি ২০২৪

রূপগঞ্জে নৌকা দ্বিখণ্ডিত, সহজ হয়েছে তৃণমূল বিএনপির জয়ের পথ: তৈমুর

তৃনমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের প্রার্থী এড. তৈমুর আলম খন্দকার বলেছেন, রূপগঞ্জে সরকার দলের দুই প্রার্থী, যার ফলে নৌকা এখন দ্বিখণ্ডিত। আওয়ামী লীগের মধ্যে বিভক্তি হয়েছে। ভোটাররাও বিভক্ত হয়ে গেছে। এতে আমার জনপ্রিয়তা অনেক বেড়েছে। তৃণমূল বিএনপির প্রার্থীর জয়ের পথ সহজ হয়েছে।


সোমবার (১ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজারে গণসংযোগ ও নির্বাচনি প্রচারণার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


এসময় সুষ্টু নির্বাচনের স্বার্থে সব প্রার্থীকে সহানুভূতিশীল হওয়ার আহবান জানিয়ে তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে সরকার আন্তর্জাতিক সংকটে পড়বে। তাই আমি মনে করি নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে সব প্রার্থীকে সমষ্টিগতভাবে সহানুভূতিশীল হয়ে কাজ করতে হবে। 


এছাড়া ভোটের দিন সারা দেশে ভোট কেন্দ্রগুলোতে তৃণমূল বিএনপির পোলিং এজেন্টদের অবস্থান নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান তৈমুর আলম খন্দকার। তার দলের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিলে পরিনতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।