নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

নারায়ণগ‌ঞ্জে যে কারণে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বা‌তিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:৫৪, ৪ ডিসেম্বর ২০২৩

নারায়ণগ‌ঞ্জে যে কারণে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বা‌তিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ৭ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। 

সোমবার (৪ ডিসেম্বর)  সকালে বাছাই  শেষে জেলা রির্টানিং  কর্মকর্তা বাতিলের ঘোষণা দেন।

যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে তারা হলে-নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জামানত জমা না দেয়ার কার‌নে

আফাজউদ্দিন মোল্লা- (বাংলাদেশ সুপ্রীম পার্টি)। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মো. শরিফুল ইসলাম- (স্বতন্ত্র), ঋণ খেলাপি ও মামুন দিদার- (স্বতন্ত্র), ফর্ম স‌ঠিক ভা‌বে পুরন ক‌রে‌নি। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে সিরাজুল হক (বাংলাদেশ কংগ্রেস) ঋণ খেলাপি ও মো. জামিল মিজি (জাকের পার্টি) ঋণ খেলাপি। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে মো. রাশেদুল ইসলাম (স্বতন্ত্র) ১%  ভোটারের স্বাক্ষর যথাযত ভা‌বে প্রদান ক‌রে‌নি ও কাজী দেলোয়ার হোসেন (স্বতন্ত্র) ফর্ম স‌ঠিক ভা‌বে পুরন ক‌রে‌নি, ও ১% ভোটারের স্বাক্ষর দি‌তে পা‌রেনি।

মোট ৪৫ জন প্রার্থীর মধ্যে ৩৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা।

সম্পর্কিত বিষয়: