মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে গত সোমবার রাতে মোগরাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড কালিগঞ্জ গ্রামে রাতের আধারে নৌকার ক্যাস্পে আগুন দিয়ে নৌকা পুড়িয়ে দেয়ার ঘটনায় বুধবার (৮ জুন) বিকেলে কারিগঞ্জ আগুন দেয়া ক্যাম্পে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো: শহীদ বাদল। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদসহ মোগরাপাড়া ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ বাদল বলেছেন, যারা নৌকাতে আগুন তারা কোন সুস্থ মস্তিকের লোক হতে পারে না। যারা নৌকাতে আগুন দিয়েছে তারা আবারও যে কোন অঘটন ঘটাতে পারে। সে জন্য মাথা ঠান্ডা রেখে সব কিছু মোকাবেলা করতে হবে।
একটি চক্র নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা জেলা আওয়ামীলীগসহ সকলে মিলে যে ভাবে নৌকা প্রতিককে জেতাতে যা করা দরকার তাই করবো। পরিশেষে আমি বলবো মোগরাপাড়ায় নৌকা বিজয় সুনিশ্চিত।
উল্লেখ্য আগামী ১৫ জুন ৮ম ধাপে অনুষ্ঠিত হবে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন, এখানে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক জেলা ছাত্রনেতা হাজী শাহ মোঃ সোহাগ।