নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

মোগরাপাড়া ইউপি নির্বাচন : নৌকাকে বিজয়ী করতে ডাঃ বিরুর গণসংযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৩৫, ৪ জুন ২০২২

মোগরাপাড়া ইউপি নির্বাচন : নৌকাকে বিজয়ী করতে ডাঃ বিরুর গণসংযোগ

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থী সোহাগ রনিকে বিজয়ী করতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির ১ নং সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু)’র নেতৃত্বে আলোচনা সভা ও নৌকার পক্ষে গণসংযোগ করে লিফল্যাট বিতরণ করা হয়েছে।


(৩ জুন) শুক্রবার বিকেল ৪ টায় মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আলোচনা সভা শেষে মোগরাপাড়া চৌরাস্তায় চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনির পক্ষে লিফল্যাট বিতরণ করে নৌকায় ভোট প্রদানে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়েছে।


উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু) বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারণা চালাতে এসেছি। নৌকার প্রার্থী সোহাগ রনিকে বিজয়ী করতে এসেছি। নেত্রী যাকে উপযুক্ত মনে করেছেন তাকেই নৌকা দিয়েছেন। তাই আমাদের দায়িত্ব হলো নেত্রীর নির্দেশ মোতাবেক কাজ করা।

 

নৌকায় ভোট দিতে জনগণকে বুঝাতে হবে এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি’।


সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসানের সঞ্চালনায় এসময় সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম রুপন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্ত, সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহম্মেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি দেওয়ান কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা দেওয়ান মোস্তাফিজুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এইচ এম জাহাঙ্গির, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উর্মি মেম্বার, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক এফ এইচ বাবু, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভূঁইয়া, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গির প্রধান, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন জাকু, শম্ভুপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গির আলম জনি, সাদিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম, যুবলীগ নেতা মোখলেছুর রহমান, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক রানা ভূঁইয়া, সহ-সভাপতি মোবারক ও সাংগঠনিক সম্পাদক আওলাদ, ছাত্রলীগ নেতা আজহারুল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা উপস্থিত থেকে আলোচনা সভা শেষে গণসংযোগে অংশ নিয়েছেন।