![তানজিম হোমিওপ্যাথি কলেজের অর্ধশত গাছ কর্তন তানজিম হোমিওপ্যাথি কলেজের অর্ধশত গাছ কর্তন](https://www.narayanganjtimes.com/media/imgAll/2021May/13-2502122050.jpg)
নারায়ণগঞ্জে বন ও পরিবেশ বিভাগের কোন প্রকার অনুমতি ছাড়াই তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অর্ধশত গাছ গেটে ফেলেছে বলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বন বিভাগের কাছে এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ইমরান কাউসার নামে একজন সমাজকর্মী।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ জানুয়ারী থেকে ২২ জানুয়ারী কয়েক দফায় কলেজের অর্ধশত ফলজ ও বনজ গাছ কেটে নেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আশরাফুর রহমান। এসময় এলাকাবাসী বাঁধা দিলে তাদেরকে তোয়াক্কা না করেই গাছ কেটে ফেলেন তিনি।
গাছ গুলোর বয়স ছিল ২৫-৩০ বছর। পূর্ণবয়স্ক এই গাছ গুলো কলেজের অনেক স্মৃতির স্বাক্ষী ছিল। কোন প্রকার পূর্বানুমিত ছাড়া এসব কাছ কেটে ফেলা অন্যায় ও অপরাধ।
এর বিচার চেয়ে এলাকাবাসী ২ ফেব্রুয়ারি জেলাপ্রশাসকের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের প্রায় ১০দিন পর বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বন বিভাগের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়। তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সহকারী বন সংরক্ষক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, অনুমোদন ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটা বেআইনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।