নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোবালইডি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টুডেন্ট ভিসায় বিদেশ যাত্রা সহজ করতে শিক্ষক ক্যারিয়ার মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা তারাব পৌরসভার রুপসি হাবিব কনভেনশন সেন্টারে এ শিক্ষা ও ক্যারিযার মেলা অনুষ্ঠিত হয়৷ সোনারগাঁও ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর শামীম আরা হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম, সোনারগাও ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের সদস্য অ্যাড. উম্মে সালমা, সলিমউদ্দিন চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, সামসুল হক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা, গোলাম কিবরিয়া, মিনামি হক, আবু সালেহ ইয়াসমির আরাফাত, মিলন প্রধানসহ আরো অনেকে।
এ সময় শিক্ষার্থীদের বিদেশ যাত্রা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কলাকৌশল শিক্ষার্থীদের কাউন্সিলিং করা হয়।