নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

মিজমিজি পাইনাদী ফাযিল ডিগ্রী মাদ্রাসায় বই বিতরণ 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৫১, ১২ জানুয়ারি ২০২৫

মিজমিজি পাইনাদী ফাযিল ডিগ্রী মাদ্রাসায় বই বিতরণ 

সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদী ফাযিল ডিগ্রী মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রঙ্গনে এ নতুন বই বিতরণ করা হয়।

মিজমিজি পাইনাদী ফাযিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়েজ উল্লাহর সভাপতিত্বে উক্ত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মিজমিজি পাইনাদী ফাযিল ডিগ্রী মাদ্রাসা জামে মসজিদের সভাপতি এম.এ.হালিম জুয়েল।

এসময় প্রধান অতিথির বক্তব্য এম.এ.হালিম জুয়েল বলেন, আজকে তোমাদের হাতে নতুন বই তুলে দেওয়া হলো। আজ থেকেই তোমারা পাঠ্যাভ্যাস শুরু করবে এবং সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে প্রস্তুুত করবে।

বেশি বেশি বই পড়বে, বই কে ভালো বাসবে, সু-শিক্ষায় শিক্ষীত হয়ে নিজ এলাকা ও দেশ সেবায় এগিয়ে যাবে।
 

সম্পর্কিত বিষয়: