৩৪ নং গলাচিপা ডি এন সরকারী প্রথমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিনে বই উৎসব অনুষ্ঠিত হয়। বুধবার সারা দেশের মতো বছরের প্রথম দিনে বই উৎসবে মেতে উঠেছে ৩৪ নং গলাচিপায় ডি এন সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে সংকটের কারণে সব ক্লাসের বই দিতে একটু বিলম্ব হচ্ছে বলে জানান শিক্ষকগণ।
৩৪ নং গলাচিপা ডি এন সরকারী প্রথমিক বিদ্যালয়ে সভাপতি আলহাজ¦ কাজী মো: ইসলাম মিয়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন । এ সময় উপস্থিত ছিলেন বিদ্যলয়ের প্রধান শিক্ষক শুভাশীষ রায়, শিক্ষক শিল্পী রানী সাহা,শিক্ষক তাসলিমা বেগমসহ অনন্য শিক্ষকরা।
৩৪ নং গলাচিপা ডি এন সরকারী প্রথমিক বিদ্যালয়ে স্কুল ঘুরে দেখা যায় প্রাথমিক শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ নতুন বই পেয়ে আনন্দিত আবার কেউ নতুন বইয়ের জন্য অপেক্ষারত।
অভিভাবকরা বলছেন, যাদের বাচ্চাদের বই পাওয়া গেছে তার আনন্দিত তবে যাদের বই পেতে বিলম্ব হচ্ছে তারা যেন খুব শিগগিরই বই পেয়ে যায় তাহলে পড়ালেখা ভালোভাবে চালিয়ে নিতে পারবে।