নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৫ ডিসেম্বর ২০২৪

হাজী উজির স্কুলের শত বছর পূর্তি অনুষ্ঠান নিয়ে সমালোচনা ঝড়

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৭, ২৪ ডিসেম্বর ২০২৪

হাজী উজির স্কুলের শত বছর পূর্তি অনুষ্ঠান নিয়ে সমালোচনা ঝড়

ফতুল্লার কাশীপুরস্থ ঐতিহ্যবাহী বিদ্যালয় দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের শত বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। ব্যাপক চাঁদাবাজীর পাশাপাশি নিম্ন মানের আয়োজন নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা ক্ষোভ  প্রকাশ করেছেন।

প্রাক্তন শিক্ষার্থীদের অভিযোগ আগামী ২৭ ডিসেম্বর  পূণঃ মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।  অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র/ছাত্রী ব্যাপক ভাবে রেজিষ্ট্রেশন করেছে। অনুষ্ঠানের পূর্ণাঙ্গ কার্যক্রম প্রকাশ করে। প্রকাশ করার পরে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উক্ত কার্যক্রমের সময়সূচি ও তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ পায়।

এই নিম্ন  মানের অনুষ্ঠান সূচী প্রকাশের পর সকলের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আয়োজক কমিটি স্থানীয় গণ্য মান্য ব্যক্তিদের বাদ দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য তড়িগড়ি করে নিম্ন  মানের অনুষ্ঠানের আয়োজন করিতেছে।

এব্যাপারে মঙ্গলবার জেলা প্রশাসক ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন প্রাক্তন ছাত্ররা। 

জানাগেছে, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত আন্দোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর উজির আলী স্কুল দখলে নেন স্থানীয় কথিত যুবদল নেতা আরাফাত আলম জিতু। জিতু বিএনপির সাবেক নেতা শাহ আলমের শ্যালক।

স্কুল দখল করেই নিজের পরিবারের লোকদের নিয়ে শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজক কমিটি গঠন করে। রেজিষ্ট্রেশন ফি'র পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়। অথচ নিম্ন মানের আয়োজন দেখে সমালোচনা শুরু করেন প্রাক্তন শিক্ষার্থীরা । 

যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অধিকাংশ প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন।

এব্যাপারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক জানান, বিষয়টি লিখিত ভাবে পেয়ে আয়োজক কমিটির সাথে কথা বলেছি। দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছি।
 

সম্পর্কিত বিষয়: