এবার এসএসসিতে সিদ্ধিরগঞ্জের মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৯৪ দশমিক ৩২ শতাংশ। রোববার ঢাকা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
জানা গেছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ৩৫২ জন। এরমধ্যে পাস করেছে ৩৩২ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। অর্থাৎ মোট ১৬ শতাংশ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ফলাফল নিয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা আকতার বলেন, ‘পরীক্ষায় অংশ নেওয়া আমাদের ছাত্র-ছাত্রীরা প্রত্যাশিত ফল অর্জন করেছে। এ অর্জন শিক্ষকদের একনিষ্ঠ প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার ফলেই সম্ভব হয়েছে।’
ভালো ফলাফলের কারণ জানিয়ে তিনি বলেন, আমরা নিয়মিত শিক্ষার্থীদের তদারকি করেছি। দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত কেয়ার নিয়েছি। আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ ফলাফল।ভালো ফলাফলের জন্য তিনি শ্রেণি শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান।
নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী জানান, এবার এসএসসিতে ৮৮ শতাংশ ও সব মিলিয়ে পাশের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।
এদিকে শিক্ষার্থীদের এমন অভূতপূর্ব সাফল্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি, দাতা সদস্য সাব্বীর আহাম্মদ, কো-অপ্ট সদস্য শফিকুর রহমান (রাজু), অভিভাবক সদস্য মোশারেফ হোসেন, মোহসীন হোসেন, আমিনুল ইসলাম (আমিন), জহিরুল ইসলাম (সাগর), মহিলা অভিভাবক সদস্য শারমীন আকতার (সুমি), শিক্ষক প্রতিনিধি আবুল কাশেম তালুকদার, আবুল কাসেম, মহিলা শিক্ষক প্রতিনিধি লিপি আকতার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা আক্তার।