সিদ্ধিরগঞ্জের কদমতলী দক্ষিনপাড়া এলাকায় শাহিনুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্লাস পার্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক ও বিশিষ্টজনদের সম্মননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আনন্দঘন এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয় চারজন বীরমুক্তিযোদ্ধাকে। তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এস এম মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ দুলাল মিয়া ও বীর মুক্তিযোদ্ধা মোঃ দুধ মিয়া সর্দার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও সম্মাননা স্মারক দেয়া হয়। তারা হলেন, নাসিকের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান খান রিপন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন, সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মোঃ মজিবুর রহমান, এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ সাব্বির প্রধান, হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুলের মোঃ মোশারেফ হোসেন,
জ্ঞানের আলো আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল ইসলাম খন্দকার, ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জি. এম সবুর, বিডি ক্লিন নারায়ণগঞ্জের সমন্বয়ক এস.এম বিজয়, বিশিষ্ট সমাজসেবক গোলাম রাব্বানী, বী.এম জালাল উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যাললের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আল মামুন, সমাজ সেবক মোঃ সুমন।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহিনুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালক আরিফ হোসেন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালববৃন্দ, প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অতিথিরা বিদ্যালয়ের উত্তর উত্তর সম্মৃদ্ধি কামনা করে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।