জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কমর আলী স্কুলের আয়োজনে মিলাদ মাহফিল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গনে কমর আলী স্কুলের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কমর আলী কলেজের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর নৃপেন্দ্র নাথ ভদ্র।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিবসের নানা কর্মসূচি আরম্ভ হয়।