সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির “দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২” সংরক্ষিত মহিলা আসনে অভিভাবক পদে নির্বাচিত হয়েছেন নুসরাত জাহান।
শনিবার (২৮ মে) রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪ টা পর্যন্ত।
দ্বি-বার্ষিক নির্বাচনে সংরক্ষিত মহিলা অভিভাবক পদে নির্বাচনে তার প্রতিদ্বন্ধীতা করেন রেবেকা সুলতানা শিউলী। নির্বাচনে (ব্যালট নং- ৪) ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হন নুসরাত জাহান ও ২৫৬ ভোট পেয়ে পরাজিত হন রেবেকা সুলতানা শিউলী। বিকেল ৬টায় ভোট গননা শেষে প্রিজাইডিং অফিসার মো. আব্দুল গনি এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত হয়ে নুসরাত জাহান বলেন, নির্বাচিত হয়ে সত্যিই আমি আনন্দিত। স্কুল এন্ড কলেজের অভিভাবকদের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ^াস দেন নুসরাত জাহান।
উল্লেখ্য, রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির দ্বি-বার্ষিক নির্বাচনে শনিবার সকাল ১০টা থেকেই বুথগুলোতে ভোটারদের ভোট দিতে লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে। ভোটারদের সুবিধার জন্য ৭টি বুথ বসানো হয়েছিলো।