নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

স্বৈরশাসক ও ফ্যাসিবাদের দোসর অস্ত্র ব্যবসায়ী  দেলু মহানগর তরুন দলের সদস্য সচিব

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০২, ২১ ডিসেম্বর ২০২৪

স্বৈরশাসক ও ফ্যাসিবাদের দোসর অস্ত্র ব্যবসায়ী  দেলু মহানগর তরুন দলের সদস্য সচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি, মাদক ও অস্ত্র ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলুকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেছে। কমিটির তালিকা প্রকাশের পর পর স্থানীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে পড়েছে।

জানা যায়, জাতীয়তাবাদী তরুন দলের সভাপতি ড. আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামর স্বাক্ষরিত গত ১৪ ডিসেম্বর এসএম সিফাত উল্লাহকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন দেলুকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর তরুন দলের শাখা কমিটি অনুমোদন দেয়। আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন চিঠিতে। 

চিঠিটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে দলের প্রতি ঘৃণা ও টাকার বিনিময়ে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে সদস্য সচিব করায় মহানগরের দলীয় নেতাকর্মীরা ক্ষোভে ফুসে উঠেছে। এই দেলোয়ার হোসেন দেলু একজন মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী এবং অস্ত্র ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন জেলখেটে বর্তমানে জামিনে রয়েছে। হত্যা, অপহরন, মারামারি, মাদকসহ অস্ত্র মামলা রয়েছে দেলুর বিরুদ্ধে। 

দেলু দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে কাজ করে ৫ই আগষ্টের আগে দেলু অস্ত্রসহ নারায়ণগঞ্জের গডফাদার সাবেক এমপি শামীম ওসমান ও আজমিরি ওসমানের সাথেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার উপর গুলি চালিয়েছিল।

৪ আগষ্ট প্রকাশ্যেই দেলু ও তার বাহিনী আওয়ামী রাজনৈতিক ক্যাডারদের সাথে অস্ত্রে মহরাসহ মাদকের কারবারি করেছিল। অথচ বর্তমানে স্বৈরাচার ও ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পতনের পর ভোল পাল্টিয়ে বিএনপি নেতা হওয়ার চেষ্টায় দেলু যথেষ্ট টাকা পয়সা খরচ করছে। 

সিদ্ধিরগঞ্জের গোদনাইলের আইলপাড়া এলাকায় ড্রাইভার শাহজাহানের ছেলে দেলোয়ার হোসেন দেলু এলাকায় এক আতংকের নাম। মাদক ব্যবসায়ী ও অস্ত্র ব্যবসায়ী হওয়ার পরও প্রকাশ্যে বিএনপির ছত্র ছায়ায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।

৮নং ওয়ার্ড বিএনপিসহ সিদ্ধিরগঞ্জের বিএনপির নেতাদের আর্থিক সুবিধা দিয়ে দেলু রামরাজত্ব চালাচ্ছে। এই দেলুর কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। 

এদিকে সিদ্ধিরগঞ্জ থানার একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী দেলু প্রকাশ্যে হোন্ডার মোহরা দিয়ে আতংক সৃষ্টি করে ঘোরাফেরা করলেও থানা পুলিশ রয়েছে নিরব। অথচ পুলিশ বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

এদিকে জাতীয়তাবাদী তরুন দলসহ বিএনপির অধিকাংশ নেতাকর্মী দেলুকে তরুন দলের সদস্য সচিব থেকে বহিস্কার করে আইনের হাতে তুলে দেওয়ার জোর দাবি জানান।