প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রামণ আবারো বাড়তে শুরু করেছে নারায়ণগঞ্জে। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৯৬ জনের। এতে আক্রান্ত হয়েছে ১৮৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৭ হাজার ২১২ জন। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ২০.৪২।
এদিকে সুস্থ হয়েছে ২৭ হাজার ৩৯৫ জন। তবে নতুন করে কোন মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ৩২৭ জনের আছে। শুক্রবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৮৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৭৭ জন, আড়াইহাজারে ১২ জন, বন্দরে ১২, রূপগঞ্জে ২২, সদরে ৩৬ এবং সোনারগাঁয়ে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে