নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪

করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৮

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৬, ২৬ জুন ২০২২

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৮

আবার বাড়ছে প্রাণঘাতি করনোভাইসের প্রকোপ। গত ২৪ ঘন্টায় জেলায় ১৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে আক্রান্ত হয়েছে ১৮ জন। তবে নতুন করে কোন মৃত্যু নেই। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩০ হাজার ৪৬৯ জন। সুস্থ হয়েছে ৩০ হাজার ২১ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ৫৬৭ জনের।

 

রবিবার (২৬ জুন) সকালে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৫০ জন ও আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৪৭ জন, সদরে মারা গেছেন ৫৯ জন ও আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩২১ জন, বন্দরে মারা গেছেন ৩২ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫৬ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৯ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৯৭ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৯ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৬ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪২ জন।

সম্পর্কিত বিষয়: