নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

বকেয়া পাওনার দাবিতে ডিসি বরারবর ফ্যাশন সিটির শ্রমিকদের স্মারকলিপি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৪০, ১৪ ডিসেম্বর ২০২১

বকেয়া পাওনার দাবিতে ডিসি বরারবর ফ্যাশন সিটির শ্রমিকদের স্মারকলিপি

আদমজী ইপিজেডে অবস্থিত কুনতং এ্যাপারেলস লিঃ (ফ্যাশন সিটি)’র শ্রমিকেরা বকেয়া পাওনার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টয় নারায়ণগঞ্জের ২নং রেল গেইট থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে ডিসি বরাবর এ স্মারকলিপি পেশ করেন। 


জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে কারখানার শ্রমিক সীমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব , গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস.এম.কাদির , গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাচঁপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার খানঁ , কারখানার শ্রমিক,  সাবিনা , রিনা , বিনু ও তহুরা প্রমুখ।


সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বকেয়া ৬৪% প্রাপ্য পাওনা পরিশোধ করার আহ্বান জানান। অন্যথায় শ্রমিকেরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।