বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার জায়েদুল আলম। এক পর্যায়ে দুপুরে নারায়ণগঞ্জ ফতুল্লার দেলপাড়া উচ্চ বিদ্যালয় ও মাসদাইর আদর্শ স্কুল পরিদর্শন করেন তারা।
টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনাভাইরাস মহামারি থেকে পরিএাণ পেতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকেই নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সকলকে টিকার আওতায় আনার লক্ষে গণহারে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছেন।
এ কর্মসূচি প্রধান মন্ত্রী শেখ হাসিনার এক অন্যান্য দৃষ্টান্ত। এসময় তিনি কোভিড -১৯ প্রতিরোধে সকলের অসহযোগীতা কামনা করেন।
গণটিকা কর্মসূচি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- সিভিলসার্জন ডা: ইমতিয়াজ, উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, টিআই কামরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ বিশ্বাস প্রমূখ।