নারায়ণগঞ্জে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে এ কার্যক্রম শুরু হয়। সকালের দিকে নগরীর বিভিন্ন স্থানে মানুষকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে দেখা গেছে। তবে সকালের দিকে লাইনে খুব বেশি ভিড় বা বিশৃঙ্খলা দেখা যায়নি।
সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ওয়ার্ডটির কাউন্সিলর কার্যালয়ের বাইরে লাইনে দাঁড়িয়ে লোকজন টিকার দ্বিতীয় ডোজ নিতে অপেক্ষা করছেন। লাইনে কোনো বিশৃঙ্খলা না থাকলেও ভলেন্টিয়ার সদস্যরা টিকা বুথের বাইরে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করছেন।
নাসিকের নির্ধারিত ২৭টি টিকাকেন্দ্রে গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত একযোগে পরিচালিত গণটিকার আওতায় ৮১ হাজার মানুষকে কোভিড-১৯ এর টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় ওই ৮১ হাজার মানুষ ২৭টি কেন্দ্রেই টিকার দ্বিতীয় ডোজ নিবেন।
নির্ধারিত তিন দিনের প্রতিদিন প্রতিটি কেন্দ্রেই প্রথম ডোজের দ্বিগুণসংখ্যক, অর্থাৎ ৬০০ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গত ৭ ও ৮ আগস্টে প্রথম ডোজ টিকা গ্রহণকারীরা আজ টিকা নিচ্ছেন। গত ৯ ও ১০ আগস্টে টিকা গ্রহণকারীরা ৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১২ আগস্টে টিকা গ্রহণকারীরা ৯ সেপ্টেম্বর টিকাস নেওয়ার সুযোগ পাবেন।
যে কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল, একই কেন্দ্রে থেকে দ্বিতীয় ডোজের টিকা নেওয়া যাবে।