গত ১২ আগষ্টের পর নারায়ণগঞ্জে মর্ডানার টিকা স্থগিতের পর অনেকের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আবারা নানা অপপ্রচারে সৃষ্টি হয়েছেও জটিলতা। এরআগে যারা মর্ডানার টিকা নিয়েছেন তারাও দ্বিতীয় ডোজ নিয়ে ভুগছেন নানা শংকায়।
এ বিষয়ে শনিবার (১৪ আগস্ট) জেলা করোনা প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত ফোকাল পারসন ডা. সাখাওয়াত হোসেন জানান, টিকা কেন্দ্রগুলোতে মর্ডানার প্রথম ডোজের টিকা দেয়া আপাতত স্থগিত করা হয়েছে। বর্তমানে শুধু প্রথম ডোজ গ্রহনকারী ব্যক্তিরাই মর্ডানার দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
পর্যায়ক্রমে সবাইকে ২য় ডোজ টিকা দেয়ার মত পর্যাপ্ত টিকা সিভিল সার্জন অফিসে মজুদ আছে বলেও আশ্বস্ত করেন তিনি।
এসময় ডা. সাখাওয়াত হোসেন সকলের প্রতি অনুরোধ জানান, ম্যােেসজ ছাড়া অযথা টিকা কেন্দ্রে ভিড় না করার জন্য।