
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পরিবেশবান্ধব কর্মসূচি “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” বাস্তবায়নে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।
জেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী। সোমবার (২১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
সভায় জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহাসিক ও শিল্পনগরী। পূর্বাচলসহ নারায়ণগঞ্জের বিস্তৃত এলাকাগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে পরিচ্ছন্ন, আধুনিক ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করছি। এই লক্ষ্যে আপনাদের মত ইসলামী চিন্তাবিদ ও সমাজপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ দরকার।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলার সীমান্তচিহ্ন গুলো আলাদা করে ‘স্বাগতম’ ও ‘ধন্যবাদ’ লিখে চিহ্নিত করা হচ্ছে, যেন জেলার গৌরব ও সীমানা স্পষ্টভাবে রক্ষা পায়।
মুফতি মনির হোসেন কাসেমী বলেন, আমরা সব সময় যৌতুক, মাদক, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে একটা সমাজকে নষ্ট করার মত যা আছে সবগুলোর বিরুদ্ধে কিন্তু কথা বলি। বছরের ৫২ সপ্তাহে অন্যায়র বিরুদ্ধে কথা বলি ।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আলমগীর হুসাইন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী,সহ-সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি এহতেশামুল হক কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, হেফাজত ইসলাম জেলা সহসভাপতি মাওলানা কামাল উদ্দিন দাইমী, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আব্বাস প্রমুখ।