
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ঘোষিত গ্রীন এন্ড ক্লিন কার্যক্রম বাস্তবায়নের অংশীদার হিসেবে কাজ করছে নারারায়নগঞ্জ সিটি কর্পোরেশন।
নগর পরিচ্ছন্ন কার্যক্রমে শহরের চারপাশ থেকে অপসারণকৃত ফ্যাস্টুন, ব্যানারসহ নানা উচ্ছিষ্ট নগর ভবনের মুল প্রবেশদ্বারের পাশের বাগানে ফেলে তৈরী করে ফেলেছে আর্বজনার স্তুপ । এতে বিনষ্ট হচ্ছে দেশী বিদেশি বৃক্ষের চারার সমন্বয়ে গড়ে উঠা বাগান ও বাগানের অপরূপ সৌন্দর্য্য।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২ টায় নগর ভবনে আসা অনেকেই এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন। এ নিয়ে শহর জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা ।
অনেকের মতে জনগনের মনোনিত মেয়র নেই বলে আজ নগর ভবন অবহেলিত। আর যাহারা দ্বায়িত্বে রয়েছেন তারা তাদের কর্তব্যে উদাসীন। অপসারণ করে আনা এই মালামাল গুলো কি কারনে এনে এভাবে ভবনে চোখের সামনে সাজানো পরিচ্ছন্ন বাগানে রাখা হয়েছে তা বোধগম্য নয়।
অনেককেই আক্ষেপ করে বলতে দেখা যায়, সাবেক মেয়র কার্যালয়ে প্রবেশ করে প্রথমেই চোখ রাখতেন এই বাগানের দিকে।
বাগানে রোপণ করা গাছগুলো ঠিক মতো পরিচর্যা হয়েছে কিনা তা তিনি হেটে হেটে দেখতেন সময় করে নিজেও যত্ন নিতেন। আজ মেয়র নেই বলে নগর ভবনের সবকিছুর উজ্জ্বলতা ও পরিচর্যা যেনো অবহেলিত হয়ে পড়ছে।
এদিকে প্রতিদিন এই নগর ভবনে সেবা গ্রহণে ও ভবনের সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষের আগমন ঘটে।
কিন্তু প্রবেশ পথের পাশে বাগানে নানা আবর্জনার স্তুপ দেখে নগরবাসী বিচলিত। তাদের দাবি দ্রুত এই স্থান থেকে আবর্জনা অপসারণ করে বাগান ও নগর ভবনের সৌন্দর্য ফিরিয়ে আনা হোক।