
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর গণহত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২টায় চাষাড়া শহীদ মিনারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান।
এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, আজকে আমরা এমন একটি সময় এখানে উপস্থিত হয়েছি যখন আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস যেখানে নবীজি (সাঃ) নামাজ আদায় করেছেন, যা মুসলমানদের জন্য সর্বোচ্চ পবিত্র ভূমি।
আজকে সেখানে বর্বর ইহুদিরা পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রের আলোকে মুসলিম ভূমিতে এসে দখলদারিত্ব করছে। ইজরায়েলি সন্ত্রাসীদের হাতে ফিলিস্তিনের লাখো মানুষ শহীদ হয়েছে। মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই অনেক কিছু করার রয়েছে। ইজরায়েলিদের যেসকল পণ্য রয়েছে সেগুলো আমরা বয়কট করবো।
এসময় নেতৃবৃন্দ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবী করেন। এর পূর্বে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাড়া শহীদ মিনারে এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক, সহ-সাধারন সম্পাদক আশরাফুল আলম, সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ, ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা আবীর, ৬নং ওয়ার্ড নেতা আহাদ, ১০নং ওয়ার্ডের রায়হান, তোলারাম কলেজ শাখার নেতা কামরুল হাসান, আরিয়ান, নারায়ণগঞ্জ কলেজ নেতা আবীর সহ সাব্বির, রাব্বী সহ অন্যান্য নেতৃবৃন্দ।