
নারায়ণগঞ্জ সদর দক্ষিন থানার ১৮ নং ওয়ার্ড জামায়াতের উদ্যােগে ২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে শহরের বাপ্পি চত্বর এলাকায় দুইশত সুবিধাবঞ্চিত পরিবারদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতে, ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ। এ সময় তিনি বলেন মানব রচিত আইন দিয়ে সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। দেশের বৃহত্তর মানুষের কল্যাণে একদল ন্যায় পরায়ণ, সৎ, আল্লাহ ভীরু লোক প্রয়োজন। তাহলেই দেশ ও সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন।
সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান কালে সদর দক্ষিন থানা জামায়াতের আমীর খলিলুর রহমানের সভাপতিত্বে থানা কর্ম পরিষদ সদস্য
মনির হোসাইন মোল্লার সন্ঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সেক্রেটারি আলী আহমদ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।