
অপারেশন ডেভিল হান্ট চলাকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে, আবার অনেকে গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
তবে পালিয়ে না গিয়ে এখনো এলাকায় বীরদর্পে নানা অপকর্ম করে বেড়াচ্ছে নাসিক ১৭নং ওয়ার্ডের পাইকপাড়া নামাপাড়া এলাকার চিহ্নিত আওয়ামী লীগ নেতা শেখ বোরহানউদ্দিন ও তার ছেলে ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রোকনউদ্দিন আরমান।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের একান্ত অনুগামী সাবেক কাউন্সিলর আব্দুল করীম বাবু ওরফে ডিশ বাবুর সহযোগী ছিলেন এই শেখ বোরহানউদ্দিন। ৫ আগস্ট সরকার পতনের পর শামীম ওসমান সহ ডিশ বাবু নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গেলেও এখনো এলাকায় বাহল তবিয়তে প্রকাশ্যে রয়েছেন শেখ বোরহানউদ্দিন ও তার ছেলে।
জানাগেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে নামাপাড়া খানকা শরীফের মোতওয়াল্লী আওয়ামী লীগের আরেক নেতা মেজাহউদ্দিন খোকনকে সড়িয়ে নিজে মোতওয়াল্লীর পদটি দখল করে নেন।
অভিযোগ রয়েছে সেসময় খানকা শরীফে ওরশের নাম করে স্থানীয় এলাকার বাসিন্দাদের থেকে বিভিন্ন সময় মোটা অংকের টাকা আদায় করতেন তিনি। সরকার পতনের পর বর্তমানে সেই খানকা শরীফের মোতওয়াল্লীর পদটিকে পূঁজি করে এলাকায় অবস্থান করছেন তিনি।
শুধু তাই নয়, খানকা শরীফের নিজস্ব জমিতে অবৈধভাবে ২টি ব্যাটারী চালিত অবৈধ অটোরিক্সার গ্যারেজ, ২টি ব্যাকারী, ১টি ওয়ার্কশপ এবং ৫টি দোকানঘর তুলে তা ভাড়া দিয়ে সেই টাকা নিজের পকেটস্থ করছেন তিনি।
এছাড়া, নামাপাড়া সমাজ উন্নয়ন সংসদের রেজিষ্ট্রিকৃত নিজস্ব ক্লাবকে দোকানঘর হিসেবে ভাড়া দিয়ে সেই ভাড়া আত্মসাৎ করছেন তিনি। তার এহেন কর্মকান্ডে কেউ বাধা দিতে চাইলে তার ছেলে এবং ভাই ভাতিজাদের দিয়ে নির্যাতন করানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আরো জানাগেছে, শেখ বোরহানউদ্দিনের ছেলে ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রোকনউদ্দিন আরমান ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামী অয়ন ওসমান ও আহমেদ কাওসারের একান্ত আস্থাভাজন।
শুধু তাই নয়, ছাত্র আন্দোলনের সময় অবৈধ অস্ত্র কিনতে মোটা অংকের টাকার যোগান দেয়ার অভিযোগ রয়েছে তারা বিরুদ্ধে। পতিত সরকারের আমলে এলাকায় অয়ন ওসমান ও আহমেদ কাওসারের শেল্টারে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলো রোকনউদ্দিন আরমান।
তবে, বর্তমানে নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ এক নেতার কিছু অনুগামীদের সাথে সখ্যতা গড়ে এলাকায় প্রকাশে চলাফেরা করছে স্বৈরাচারের দোসর শেখ বোরহানউদ্দিন ও তার ছেলে।