
ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের ডিআইটি মসজিদের সামনে থেকে শুরু করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির আবদুল জব্বারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির আব্দুল কাইউম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচএম নাসির হোসাইন ও প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির আবদুল জব্বার বলেন, একজন মুসলমান হিসেবে আমি অত্যন্ত বিক্ষুব্ধ এবং অত্যন্ত শোকাহত। এই সময়ে ইসরাইল বাহিনী ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে শত শত নারী-পুরুষ ও শিশুকে নির্বিচারে হত্যা করছে।
আমরা ঘরে বসে থাকতে পারি না। সেজন্য আমরা নারায়ণগঞ্জে শোকাহত হয়ে ইসরাইল বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজ জাতিসংঘ আমেরিকা কোথায়? মানবতার কথা বলে অথচ তাদের ইন্ধনে ইসরাইল বাহিনী ফিলিস্তিনের সাধারণ মানুষকে হত্যা করছে।
তিনি আরো বলেন, প্রয়োজনে আমেরিকাসহ যারা ইসরাইলকে ইন্ধন দিচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশের সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, দ্রুততম সময়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে।
সরকারকে বলতে চাই, বাংলাদেশ থেকে রেড ক্রিসেন্টের মাধ্যমে চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে ফিলিস্তিনি মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে হবে।
এ সময় তিনি বিশ্বের সকল শান্তিকামী মানুষকে ফিলিস্তিনের পাশে থাকার আহবান জানান।