নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১১ মার্চ ২০২৫

নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র প্রতিবাদী সমাবেশ ও মশাল মিছিল  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৫, ১০ মার্চ ২০২৫

নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র প্রতিবাদী সমাবেশ ও মশাল মিছিল  

সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার প্রতিবাদী সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ ২নং রেল গেইট ছাত্র সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয় ও চাষারা শহিদ মিনারে সমাবেশ শেষ হয়। 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জে জেলার আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক নাছিমা সরদার, জেলা সংগঠক আহমেদ রবিন স্বপ্ন, নারায়ণগঞ্জ কলেজের আহবায়ক হাসামিন নিছা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জে জেলার সাবেক সভাপতি মুন্নী সরদার প্রমুখ। 

নেতৃবৃন্দ বলেন সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন ধর্ষণ দেখা দিচ্ছে। ৮ বছরের শিশু আছিয়া রেহাই পেল না। সে ক্ষেত্রে প্রশাসনের নিরব ভূমিকা লক্ষ্য করা গেছে। বিচার হীনতার যে সংস্কৃতি তা বন্ধ করতে হবে। 

নেতৃবৃন্দ আরও বলেন গত কাল অপূর্ব নামে ছাত্র দলের নেতা ধর্ষণ বিরোধী কর্মসূচী থেকে ফেরার সময় ছিনতাইয়ের কবলে পড়ে জীবন দিতে হয়। এমন অসংখ্যা জীবন প্রতি নিয়ত ঘটছে। জনগনের জান মালের নিরাপত্তা পাচ্ছে না।

গুম, খুন ছিনতাই ধর্ষণ এমন ঘটনায় প্রশাসনের নিরব ভূমিকাকে তীব্র নিন্দা জানাই। আছিয়া সহ সকল ধর্ষণের দ্রুত বিচার করতে হবে এবং নারায়ণগঞ্জসহ নিরাপদ নারী ও শিশু বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।