নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০১ মার্চ ২০২৫

শিশুরা কোমল, তাদের যত্ন নিয়ে গড়তে হবে : নূর কুতুবুল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

শিশুরা কোমল, তাদের যত্ন নিয়ে গড়তে হবে : নূর কুতুবুল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূর কুতুবুল আলম বলেছেন, শিশুরা কোমল। রবারের মত টানলে বড় হয়। আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসে। তাই শিশুদের যত্ন নিয়ে গড়তে হবে। কারণ শিশুকালে যা শেখানো হয় তা সারাজীবন মনে রাখে। কোমল মনে গেঁথে থাকে। 

বুধবার (২৬  ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি পার্ক এলাকায় মিনহাজুল কুরআন ইসলামী একাডেমী ও মডেল হিফজ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুফতি মোঃ ইকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি জসিম উদ্দিন আল আজহারী। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-পাইকপাড়া জামে মসজিদের সভাপতি এস কে ওয়াজেদ আলী বাবুল, শিল্পপতি নিজামউদ্দিন মৃধা, মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন বাদল, মুফতি আব্দুল মুঈদ, মুফতি মোঃ আলী আকবর, মাওলানা মহিউদ্দিন হামিদী আল কাদরী প্রমুখ।