নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০১ মার্চ ২০২৫

নিতাইগঞ্জ ও পাগলায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা  

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

নিতাইগঞ্জ ও পাগলায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা  

নারায়ণগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার পাগলা ও নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় মনির স্টোরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফতুল্লার পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, আমাদের কাছে অভিযোগ এসেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা ছদ্মবেশে লোক পাঠিয়ে এখান থেকে সয়াবিন তেল ক্রয় করি। 

এসময় বোতলের গায়ে লেখা দামের চেয়েও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় মনির স্টোরকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি যে তেল মজুদে আছে তা যেন গায়ে লেখা দামে বিক্রি করা হয় সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।