নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা শহীদদের প্রতি না’গঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৮, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা শহীদদের প্রতি না’গঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।

একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় । এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার।

পরবর্তীতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন উপলক্ষ্যে বিকেলের পর থেকেই নারায়াণগঞ্জ শহীদ মিনারের আশপাশ এলাকায় জলকামান ফায়ার সার্ভিস সহ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
 

সম্পর্কিত বিষয়: