নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাইনস্ ড্রিল শেডে সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পরে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। 

অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা শেষে পুলিশ সুপার  ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করতে নির্দেশ প্রদান করেন।

এসময় পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার বন্দর থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবির, ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনকারী অফিসার হিসেবে বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম এবং শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট মো. সাইফুল ইসলামকে পুরস্কৃত করেন।

এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত বিষয়: