নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে সেবাইত প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৪:১৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে সেবাইত প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন

ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এর ২য় সংশোধিত নরসিংদী জেলার আওতায় নারায়ণগঞ্জ জেলায় ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণ কর্মসূচীর ‘সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে।

এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পী।

সম্মানীত অতিথি ছিলেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর সহাকারী প্রকল্প পরিচালক শ্যামল কুমার চক্রবর্তী ও বিশ^নাথ চক্রবর্তী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রনতি রানী দাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তন্দ্রা ঘোষ।

অনুষ্ঠান আয়োজন করেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, নরসিংদী জেলা কার্যালয়।
 

সম্পর্কিত বিষয়: