![চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সংকট নিরসনে নারায়ণগঞ্জে অভিযান অব্যাহত চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সংকট নিরসনে নারায়ণগঞ্জে অভিযান অব্যাহত](https://www.narayanganjtimes.com/media/imgAll/2021May/08-2502111955.jpg)
চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সঙ্কট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীতে অভিযান অব্যাহত রেখেছে বিআইডব্লিউটিএ'র ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকেল ৪টা অবধি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রিজ এলাকা থেকে রূপসী গাজী সেতু পর্যন্ত এলাকায় বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান ও আশরাফুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন।
এসময় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক (নৌ-নিট্রা) নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকালে নদীর দুই তীরে মালামাল খালাসরত আনুমানিক পঞ্চাশটি জাহাজ পরিদর্শন করা হয়া। এবং তাদের দ্রুত মাল খালাস করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ টি নৌযানকে সর্বমোট ৩৫ (পঁয়ত্রিশ) হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে যাওয়া বিআইডব্লিউটিএ'র কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরে খাদ্যপণ্য খালাসের অপেক্ষায় রয়েছে অসংখ্য মাদার ভেসেল। লাইটারেজ জাহাজের সংকটে সেখান থেকে পণ্য পরিবহন করা যাচ্ছে না।
এতে করে আসন্ন পবিত্র মাহে রমজানের কৃত্রিম খাদ্যপণ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যে কারণে নোঙ্গর করা জাহাজ গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ'র ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে দেখা যায় নানাবিধ কারণে অনেক লাইটারেজ কার্গো জাহাজ খাদ্যপণ্য নিয়ে শীতলক্ষ্যা, ধলেশ^রী ও মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অপেক্ষমান অবস্থায় রয়েছে।
ভ্রাম্যমান আদালত বিভিন্ন কার্গো জাহাজ পরিদর্শন এবং জাহাজের মাস্টার ড্রাইভার সুকানী, লোড-আনলোডের শ্রমিক ও ইজারাদারদের সঙ্গে কথা বলেন। মাল গুলো দ্রুত খালাস শেষে চট্টগ্রাম বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেন।