নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভেঙ্গে ফেললো নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও বিএনপিপন্থী আইনজীবীরা৷
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা বারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ম্যুরালটি প্রথমে ভাঙা হয়৷ এরপর জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনের ম্যুরালটিও ভেঙ্গে ফেলানো হয়।
এছাড়াও ডিসি অফিসের নিচে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত কনারও ভেঙ্গে ফেলা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান, সাবেক সভাপতি আব্দুল বারী ভূঁইয়া, মহানগর বিএনপির সদস্য রফিক আহমেদ, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জাকিরসহ বিএনপিপন্থী আইনজীবীরা।