নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৩ জানুয়ারি ২০২৫

খাজা মঈন উদ্দিন চিশতি (রঃ) এর ওরশ মোবারক উপলক্ষে দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৭, ২২ জানুয়ারি ২০২৫

খাজা মঈন উদ্দিন চিশতি (রঃ) এর ওরশ মোবারক উপলক্ষে দোয়া মাহফিল

আতায়ে রাসুল সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নেওয়াজ শেখ মঈন উদ্দিন চিশতি (রঃ) এর ২৫তম পবিত্র ওরশ মোবারক উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২২শে জানুয়ারি) বাদ জোহর নগরীর গলাচিপা রেললাইন সংলগ্ন এলাকায় মো. রাজা হোসেন ও বন্ধু মহলের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এসময় মো. ফরিদ আহমেদ রিপনের সভাপতিত্বে ও মো. সেন্টুর সঞ্চালনায়   দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে  উপস্হিত ছিলেন  গলাচিপা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন ভূইয়া ,  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দধাম সামাজিক সংগঠনের পরিচালক মো. আল- আমিন, গলাচিপা মসজিদর মোয়াজ্জেম মো. শাকিল। 

এসময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, হযরত খাজা মঈন উদ্দিন চিশতি( রঃ) ছিলেন  আল্লাহর অলি,  উনি এই উপমহাদেশে আল্লাহর দিন কে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের দাওয়াত ঘড়ে ঘড়ে পৌঁছে দিয়েছিলেন এবং রাসুলুল্লাহ( সাঃ)এর আদর্শ ও সুন্নাহ কে মেনে চলার জন্য মানবজাতিকে পথ দেখাতেন। উনারা সবকিছুর উর্দ্ধে থেকে আল্লাহর পাকের হুকুমগুলো মেনে চলতে মানুষ কে ইসলামের ছায়াতলে আসার আহবান জানিয়েছেন।

তিনি বলেন আমাদের এলাকায় উনাকে স্মরণ করে প্রতিবছরই  রাজা হোসেন ও তার বন্ধু মহল এবং এলাকাবাসীর উদ্দ্যেগে এ আয়োজন করে থাকে বিধায় আমাদের এই দোয়া মাহফিলে আসার সুযোগ হয়। তাদের জ্য ও এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান। এর পর দেশ ও জাতির কল্ল্যান এবং স্হানীয় মুরুব্বি যারা চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মুস্তিকী।  

এছাড়াও আরও উপস্হিত ছিলেন মো. শাহিন আহমেদ,  আরিফ হোসেন, মো. গোলাম হোসেন, মো. সেন্টু, মো. আনোয়ার হোসেন,মোঃ পারভেজ, মো. পলাশ, মো. নিলয়, মো. সুমন, মো. আলিফ হোসেন, মো. ভুট্টো মিয়া, মো. জাহাঙ্গীর, মো. মাসুদ, মো. সম্রাট হোসেন সহ প্রমূখ।
 

সম্পর্কিত বিষয়: