নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

ট্রাফিক পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে শহরে ভ্যানচালকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০৪, ১২ জানুয়ারি ২০২৫

ট্রাফিক পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে শহরে ভ্যানচালকদের সড়ক অবরোধ

ট্রাফিক পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শতাধিক ভ্যানচালক। রোববার (১২ জানুয়ারি) দুপুরে শহরের চাষাড়ায় ভ্যান গাড়ি থামিয়ে রেখে সড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ করেন তারা।

ভ্যানচালকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন গণসংহতি আন্দোলনের জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় শহরে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ সমস্যা সমাধানের আশ্বাস দিলে ভ্যানচালকরা সড়ক অবরোধ তুলে নেন। 

জানা যায়, রোববার দুপুরে প্রথমে নগরীর চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ও পরে চাষাড়া গোল চত্বরে এলোপাতাড়িভাবে ভ্যান রেখে সড়কে অবরোধ করেন চালকরা। নারায়ণগঞ্জ ব্যাটারিচালিত ভ্যান মালিক-শ্রমিক সংহতির ব্যানারে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শহরে। 

ভ্যানচালকদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ট্রাফিক পুলিশ ব্যাটারিচালিত ভ্যানচালকদের কাছ থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে চাঁদা আদায় করতো। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভ্যান চালকরা মাসিক চাঁদা দেওয়া বন্ধ করে দেন। ফলে ট্রাফিক পুলিশ এখন তাদের ভ্যান আটক করে জরিমানার নামে এক হাজার টাকা করে চাঁদা আদায়সহ নানাভাবে হয়রানি করছে। 

অবিলম্বে ট্রাফিক পুলিশের এই চাঁদাবাজি বন্ধের দাবি জানান ভুক্তভোগী ভ্যানচালকরা। ভ্যানচালকদের সঙ্গে সংহতি প্রকাশ করে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি  জানিয়েছেন গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন জানান, ভ্যানচালকরা নিম্ন আয়ের মানুষ। তারা পরিশ্রম করে মালামাল পরিবহন করেন। কিন্তু ট্রাফিক পুলিশ নানা অজুহাতে তাদের কাছ থেকে প্রতিনিয়ত চাঁদা আদায় করছে। আমরা পুলিশের এ ধরনের চাঁদাবাজি বন্ধের দাবি জানাই।

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, এ বিষয়ে তাদের কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দিতে বলা হয়েছিল। কিন্তু তারা অভিযোগ না দিয়েই চলে গেছেন।
 

সম্পর্কিত বিষয়: