নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিলের ৪র্থ মাসিক সভা অনুষ্ঠিত  

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৬, ৯ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিলের ৪র্থ মাসিক সভা অনুষ্ঠিত  

নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিলের ৪র্থ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সম্মেলন কক্ষে উক্ত সভায়, নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিলের সম্পাদক ও ৭,৮,৯ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর রাকিবুল ইসলাম ইফতি'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের যুব কাউন্সিলরগণ।

তারা হলেন ১,২,৩ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর আরিফুল ইসলাম ও তাফরি মনি প্রধান, ৭,৮,৯ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর জিয়াসমিন আক্তার রিভা, ১০,১১,১২ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর মেহরাব হোসেন অপু, ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর বিরাজ পাল চৌধুরী, ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর আজহারুল ইসলাম নিরব ও আমেনা আক্তার খুশবু, ১৯,২০,২১ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর সানি সরকার ও সিরাজুম মনিরা ঝুমা, ২২,২৩ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর মারিয়া খানম, ২৪,২৫ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর নাসিমা সরদার নিঝুম, ২৬,২৭ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর ফারজানা আক্তার।

সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত “তারুণ্যের উৎসব ২০২৫” বাস্তবায়নে পরিচ্ছন্নতা কর্মসূচি ও মশক নিধন কার্যক্রমে সম্পৃক্ত করায় ধন্যবাদ জানানো হয়। এছাড়াও আসন্ন কর্মশালা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তারুণ্যের সমাবেশ আয়োজনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিল।

এছাড়াও নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিলের পক্ষ থেকে একটি ফ্রি চক্ষু চিকিৎসা সেবা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।