নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫

নতুন উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাকের উদ্যোগে ক্ষুদ্র ঋণ সম্পর্কিত কর্মশালা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:১৬, ৯ জানুয়ারি ২০২৫

নতুন উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাকের উদ্যোগে ক্ষুদ্র ঋণ সম্পর্কিত কর্মশালা

নারায়ণগঞ্জে নতুন উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে ব্র্যাকের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় ব্র্যাক থেকে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা ৫৫ জন উপস্থিত ছিলেন। 

এছাড়া বিভিন্ন ব্যাংক ও ঋণদাতা আর্থিক প্রতিষ্ঠানের ২০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংক কর্মকর্তা এবং এনজিও কর্মকর্তারা উদ্যোক্তাদের জন্য তাদের কি কি প্রোডাক্ট আছে তা উপস্থিত সবার সামনে তুলে ধরেন এবং  উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক সুমন চৌধুরী। দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন ব্র্যাকের ঢাকা এলাকার ব্যবস্থাপক রতন কুমার দাস।

সঞ্চালনায় ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মাহেরা বেগম। কর্মশালায় এসডিপি প্রমিজ প্রোগ্রাম সম্বন্ধে উপস্থাপন করেন এসডিপি জেলা ব্যবস্থাপক মো. শাহেদ আহমেদ এমাদ। অনুষ্ঠানে সমাজ সেবা অফিসার, যুবউন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাকিব আল রাব্বি বলেন, আজকে যারা এখানে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসেবে কর্মশালায় উপস্থিত হয়েছেন আশা করি আগামী দিনে আপনারা অনেক বড় বড় উদ্যোক্তা হবেন। উদ্যোক্তারা ব্যাংক কিংবা ঋণদাতা প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়ার পরে অনেক সময় সেই ঋণের অর্থ মিসইউজ করেন। অবশ্যই ঋণের অর্থকে ব্যবসায় বিনিয়োগ করতে হবে। নয়তো ঋণের বোঝা আপনার কাধেই চাপবে। 
 

সম্পর্কিত বিষয়: