নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ শহরে মাঝরাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন ডা. সাবরিনা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৬, ৬ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ শহরে মাঝরাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন ডা. সাবরিনা

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন চিকিৎসক ও বন্দিনী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা হুসাইন। রবিবার দিবাগত রাত ১ টার দিকে শহরের কেন্দ্রীয় রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়। 

জানা গেছে, দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে ও রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, ২ নং রেল গেইট, ডিআইটি, মণ্ডলপাড়া কেন্দ্রীয় রেল স্টেশন এলাকায় ৫শ কম্বল বিতরণ করা হয়। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, কেন্দ্রীয় রেল স্টেশনে গরীব- অসহায় ও ছিন্নমূল শিশুরা ঘুমিয়ে আছে। এ সময় ইয়াসিন নামে এক শিশুকে প্লাস্টিকের তৈরি বস্তা মুড়িয়ে ঘুমিয়ে থাকতে দেখা যায়। এ সময় শিশুটির গায়ে কম্বল মুরিয়ে দেন ডা. সাবরিনা। এতে শিশুটি বেশ খুশি হয়ে যায়। 

কম্বল বিতরণ শেষে ডা. সাবরিনা হুসাইন বলেন, ‘শীতকালে শীতের কাপড় না থাকলে কতটুকু কষ্ট হয় সেটা আমি জানি। আমার জীবনে কষ্টকর সময় পার করে এসেছি, ঠান্ডায় কেমন লাগে আমি তা জানি। কাশিমপুরে অনেক ঠান্ডা পড়ে। 

তিনি আরও বলেন, আমি যেহেতু মানবাধিকার সংগঠনের সাথে কাজ করি। আমি মনে করি, আজ তাদের জন্য যেটুকু করেছি, এটা মানুষের অধিকার। এটা কোন দান নয়।  আমি সংগঠনের পক্ষ থেকে সেই অধিকার নিশ্চিত করেছি। আগামীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প সহ অনেক কিছু করতে চাই।

বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম. ইব্রাহীম পাটোয়ারী বলেন, বন্দিনী ফাউন্ডেশনের পক্ষ থেকে ডা. সাবরিনার অর্থায়নে ৫শ কম্বল বিতরণ করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ শেষে নারায়ণগঞ্জে কম্বল বিতরণ করা হয়। 
বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সচিব সেলিম আহমেদ ডালিম বলেন, গরীব- অসহায় ব্যক্তিদের খুঁজে খুঁজে ডা. সাবরিনা কম্বল দিয়েছে। এবারের কার্যক্রম শেষে তিনি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করবেন বলে আমাদের জানিয়েছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতায় তার পাশে আছি।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম. ইব্রাহীম পাটোয়ারী, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সচিব সেলিম আহমেদ ডালিম সহ সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দরা।
 

সম্পর্কিত বিষয়: