নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৩ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের নিয়ে আইবিডব্লিউএফ’র ব্যবসায়িক সেমিনার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৫৪, ২৮ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের নিয়ে আইবিডব্লিউএফ’র ব্যবসায়িক সেমিনার

নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়িক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে শহরের সিনেমন রেস্টেুরেন্টে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। 

সেমিনানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী ডা. আনোয়ারুল আজীম। সেই সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মাঈনুদ্দিন ও বাংলাদেশ নীট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সেলিন সারোয়ার। 

প্রধান অতিথির বক্তব্যে ডা. আনোয়ারুল আজীম বলেন, যে কোনো কাজ করতে হলে আগে জানতে হবে। আগে শিক্ষিত হতে হবে। তারপর কাজে হাত দিতে হবে। সেই সাথে আত্মবিশ্বাস থাকতে হবে আমি সফল হবো। আপনাকে সেরা ব্যবসায়ী হতে হবে সেই চিন্তা থাকতে হবে। তাহলেই ব্যবসায় সফল হওয়া সম্ভব। আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে। 

নারায়ণগঞ্জ মহানগর ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সাত্তার আনসারীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, হোসাইন আল মামুন, আইবিডব্লিউএফ’র ঢাকা জোনের সাধারণ সম্পাদক মো. গোলাম সারওয়ার সাঈদ, কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক হামিদুর রহমান সোহাগ ও মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়িক নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: