বাংলাদেশের অধিকাংশ মানুষের সংস্কৃতি হচ্ছে ইসলামী সংস্কৃতি। কিন্তু বিগত দেড় যুগ এদেশে ইসলামী সংস্কৃতির প্রচার ও প্রসারে সরকারিভাবে বাধা প্রদান করা হয়েছে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় পৌত্তলিক সংস্কৃতিকে আপামর মুসলিম জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেয়া হয়েছে। জুলাই বিপ্লবের পরবর্তী প্রেক্ষাপটে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে সুন্দর সমাজ গড়ে তুলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে ২৮ ডিসেম্বর চাষাঢ়া শহীদ মিনারে এক সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে শিহরণের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ আবদুল জব্বার উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, পার্শ্ববর্তী দেশের টিভি চ্যানেলগুলোকে এদেশে উম্মুক্ত করে দেয়ার মাধ্যমে ইসলামী সংস্কৃতির কবর রচনা করা হয়েছে। আজকের এ অনুষ্ঠান থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরো বলেন, আগামীতে যদি আর কোন সিনেমা বা নাটকে ইসলাম ও ইসলামী সংস্কৃতিকে বিদ্রুপ করা হয় তবে এদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে তার উপযুক্ত জবাব দেয়া হবে ইনশাআল্লাহ।
এসময় আরো ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, এইচ এম নাসির উদ্দিন সহ উপস্থিত ছিলেন ঐতিহ্য সাহিত্য সাংস্কৃতিক সংসদ, শীতলক্ষ্যা সাহিত্য সাংস্কৃতিক সংসদ, নিবেদন সাহিত্য সাংস্কৃতিক সংসদ।